দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের হোতাপাড়ায় ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকাল থেকে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানার ৬ শতাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করেছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় চলতি মাসের ২০ তারিখ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং আগামী ১০ মে মার্চ মাসের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়।
এদিকে, গত ১৩ এপ্রিল কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় ৭ শ্রমিক এবং ৫ স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করে। মঙ্গলবার শ্রমিকরা সকালে নোটিশ দেখে উত্তেজিত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং ১২ কর্মকর্তা-কর্মচারীকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ তুলে নেওয়ার দাবি জানান। এক পর্যায়ে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন শুরু করেন।
জয়দেবপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২১ এপ্রিল পরিশোধের আশ্বাস দিলেও তারা মেনে নেননি। দাবি পরিশোধ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়ে বিকেল ৫টায় কারখানা থেকে চলে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন