ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জিহ্বা কেটে নেওয়ার দুদিন পর বৃদ্ধের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মো. আব্দুল হালিম মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) জিহ্বা কেটে নেওয়ার দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আব্দুল হালিম মোল্লা উপজেলার ইউসুফেরবাগ বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।

এর আগে গত রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের একটি বাগান থেকে তাকে জিহ্বা কাটা ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে শনিবার বিকেলে উপজেলার পাড়াগ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও হেলেঞ্চা গ্রামের আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। সেদিন আর বাড়িতে ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তার জিহ্বা কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরেরদিন সকালে একই গ্রামের মফিজউদ্দিনের ছেলে নুরু মিয়া দেখতে পেয়ে সবাইকে জানালে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিহ্বা কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুদিন পর তিনি মঙ্গলবার সকালের দিকে মারা যান। যতোটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদ হাসান কালবেলাকে বলেন, হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি 

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড

ইরান-যুক্তরাষ্ট্র / এই বাঘ-বন্দি খেলায় জিতবে কে?

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছাকাছি গিয়ে ভিলার স্বপ্নভঙ্গ

ডর্টমুন্ডের কাছে হারের পরও সেমিতে বার্সা

দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটে ছাত্রলীগ কর্মী নিহত

হাসপাতালে সেবা বন্ধে জনদুর্ভোগ, পরে কর্মবিরতি প্রত্যাহার

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

১১

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

১২

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

১৩

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

১৪

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

১৫

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

১৬

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১৭

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১৮

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১৯

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

২০
X