অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে তারা মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি মেডিকেল কলেজের হৃৎপিণ্ড বা হার্ট হলো হাসপাতাল। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু করা হয়নি। এতে ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, পরিবহন, চিকিৎসা সরঞ্জামের প্র্যাকটিকেল সুবিধা, লোকবল সংকট থাকায় শিক্ষার্থীদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ সময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয় দিন করার দাবি জানান শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে তাদের এই দুই দফা দাবি মেনে নিতে বলেন। সুবিধা না দিতে পারলে মেডিকেল কলেজ বন্ধ করে দিতে বলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভূঁইয়াসহ কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের দুই দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সে সঙ্গে তাদের দ্রুত ক্লাসে ফেরানোর চেষ্টা চলছে।
মন্তব্য করুন