বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে তাপপ্রবাহে অপেক্ষমাণ অভিভাবকদের বসার জন্য ছাউনি, চেয়ার এবং কোমল পানীয় বিতরণের পর এ কথা বলেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, আমার কাছে রাজনীতি মানেই মানুষের সেবা ও জনগণের পাশে থাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের দক্ষতা নির্ভর বাংলাদেশ। যেখানে তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাঈদ আল নোমান নগরীর রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, পিএইচ আমিন একাডেমি ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার কেন্দ্রে ছাউনি পরিদর্শন, কোমল পানীয় বিতরণ এবং অভিভাবকদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জসিম উদ্দিন জিয়া, আব্দুল আলিম স্বপন, শাহীন আহমেদ কবির, মো. শফিউল্লাহ, দাদন দড়ি সুরুজ, দিদারুল আলম, রেজাউল করিম মিন্টু, মো. সালেহ, মো. আলী, কাফি মুন্না, মোশাররফ আমিন সোহেল, রাজু খানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতারা।
মন্তব্য করুন