জামালপুরে গাছ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে চাকু ও বঁটি দিয়ে ছেলের উপর্যুপরি কোপে নিহত হয়েছেন মঞ্জিলা বেগম জিরা নামে এক নারী। এ সময় গাছ কিনতে আসা এক ব্যবসায়ীকেও কুপিয়েছে ঘাতক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর পৌরশহরের হাটচন্দ্রা রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার মো. কামরুল ইসলাম কামুর সাবেক স্ত্রী।
স্থানীয়রা জানান, টাকার অভাবে বাড়ির উঠোনে থাকা একটি গাছ বিক্রি করেন মা মঞ্জিলা বেগম। সকালে কিনে নেওয়া ওই গাছ কাটতে আসেন ব্যবসায়ী শেখ ফরিদ। ছেলে মঞ্জু গাছ কাটতে বাধা দিলে ফরিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে ওই গাছ ব্যবসায়ীর পেটে এলোপাতাড়ি আঘাত করে মঞ্জু।
তাকে উদ্ধার করতে মা মঞ্জিলা বেগম এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং বঁটি দিয়ে গলাকাটার চেষ্টা করে। এতে ঘটনাস্থলে মারা যান মা মঞ্জিলা বেগম। প্রতিবেশীরা এগিয়ে এলে মঞ্জু পালিয়ে যায়। গুরুতর আহত গাছ ব্যবসায়ী শেখ ফরিদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া খান মামুন কালবেলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মঞ্জুকে আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ।
মন্তব্য করুন