ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মাদ আলী বাথপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে। তিনি একজন মুদি দোকানি ছিলেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজি জানান, চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলি নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী তাদের কাছে পাওনা ৮৫০ টাকা চাইতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল-ঘুষি মেরে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এদিকে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, একজন দোকানি নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুল ও তার ছেলে আশকর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন