পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। ছবি : সংগৃহীত
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে পাঁচবিবি সুপার মার্কেটের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে পিস্তলসহ একজনকে ধরে পিটুনি দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তির নাম রুবেল হোসেন (৩৪)। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শামীম হোসেন ও স্থানীয় দুই সাংবাদিক পাঁচবিবি সুপারমার্কেটের নিউ গার্মেন্টসের সামনে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে দুটি মোটরসাইকেলে ছয় অপরিচিত ব্যক্তি গিয়ে শামীম হোসেনের ওপর হামলা চালান। শামীম দৌড়ে সরে পড়েন। তখন হামলাকারীরা তিন-চারটি গুলি ছোড়েন। পরে তারা মোটরসাইকেলে করে রেলগেট এলাকার দিকে পালিয়ে যান।

শামীম হোসেনের চিৎকার ও গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করেন। রেলগেট এলাকায় রাঁখি হোটেলের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তখন ওই মোটরসাইকেলে তিন আরোহী সড়কে পড়ে যান। তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় লোকজন খোঁজাখুঁজি করে একজনকে পিস্তলসহ আটক করে পিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শামীম হোসেন বলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সাবিকুন নাহারের স্বামী শাহ কামালের বাড়ি ফরিদপুরে। সাবেকুন নাহার গত ২৭ রমজান পাঁচবিবি দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। বিক্ষুব্ধ লোকজন আগের রাতে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করায় মাহফিল পণ্ড হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেকুন নাহারের স্বামী ফরিদপুর থেকে ছয়জন ভাড়াটে সন্ত্রাসী এনে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করেছেন।

হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় সাবেকুন নাহার বলেন, আমরা সপরিবার দেশের বাইরে আছি। শামীমের অভিযোগ ভিত্তিহীন। আমার ইফতার মাহফিলে হামলার ঘটনায় তিনি জনসমক্ষে জিরো হয়ে গিয়েছিলেন। এখন গুলির নাটক সাজিয়ে আবার হিরো হতে চাইছেন।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ছাত্রদলের সাবেক নেতা শামীমের ওপর হামলা হয়েছে। পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ফরিদপুরের বাসিন্দা। ঘটনা তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক বিবেচনায় ইডিসিএলের ৫৪ জনকে চাকরিচ্যুত

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল, সম্পাদক সাদ্দাম

সেতু বাস্তবায়নের দাবিতে নড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ২ জনের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্যারিসে নানা আয়োজনে উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

আগুন আতঙ্কে ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু

১০

ভারতে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ গ্রেপ্তার

১১

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

১৩

১৬ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৫

গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি 

১৬

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড

১৭

ইরান-যুক্তরাষ্ট্র / এই বাঘ-বন্দি খেলায় জিতবে কে?

১৮

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছাকাছি গিয়ে ভিলার স্বপ্নভঙ্গ

১৯

ডর্টমুন্ডের কাছে হারের পরও সেমিতে বার্সা

২০
X