ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে ঈমানদার মুসলমানের বড্ড অভাব। কেউই প্রকৃত মুসলমান হতে পারছে না।
সোমবার (১৪ এপ্রিল) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন শাখা ও বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, এদেশে এক নাম্বার খাঁটি মুসলমান কম। তাই সবার ঈমান ও ইসলাম সম্পর্কে স্পষ্ট জানতে হবে। আমরা দাবি করি মুসলমান, তবে প্রকৃত সত্য হচ্ছে- আমাদের মধ্যে রয়েছে সেকুরালিজম। এজন্যই আমরা আদর্শ মুসলিম হতে পারছি না।
বিশেষ অতিথি হিসেবে বাদ মাগরিব বয়ান করেন রাজধানী বনশ্রী দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ, মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার নায়েবে সদর ও বাগিচাপুরের পীর মাওলানা আনছার আহমেদ।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া।
এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাদ জোহর থেকে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের কার্যক্রম শুরু হয়। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। সুন্দরভাবে মাহফিলটি সমাপ্ত করতে পারায় ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মন্তব্য করুন