বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা রাতের আঁধারে নির্বাচিত হয়ে আসতে চাই না, আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। জনগণ বিএনপিকে ভালোবাসে—এই ভালোবাসার প্রতিদান হিসেবেই আমরা নির্বাচিত হতে চাই।’
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী ওয়ার্ড বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের জনগণের উদ্দেশে বলেন, ‘আমি এ অঞ্চলে চাঁদাবাজি, দখলদারি, বালুর ব্যবসা কিংবা লুটপাটের রাজনীতি করতে আসিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে এ আসনকে বিএনপির দুর্গে পরিণত করব।’
ইউনিয়ন বিএনপি নেতা হাজী আ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সী জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ আলী বেপারী প্রমুখ।
মন্তব্য করুন