মাগুরায় পহেলা বৈশাখ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।
জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড় থেকে ভায়নাসহ ঢাকা রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাগুরা নোমানী ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, রোকনুজ্জামান খান, খাঁন হাসান ইমাম সুজা, শাহেদ হাসান টগর, সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল।
জেলা বিএনপির অন্যতম সদস্য ফারুক আহমেদ বাবুল, নাজমুল হাসান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, যুবদলের সভাপতি অ্যাডভোকেট কল্লোল, কৃষক দলের সভাপতি রুবাইয়াত খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস।
মন্তব্য করুন