রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দিরা এবার নাচ-গানসহ নানা আয়োজনে উদযাপন করেছেন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কারাবন্দিরা।
বাংলা নববর্ষ উদযাপনে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বন্দিরা মঞ্চে ওঠে গান পরিবেশন করেন। অন্যরা হাত তালি দিয়ে আনন্দ-ফুর্তি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, নববর্ষ উপলক্ষে বন্দিদের জন্য নানা ধরনের ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন করা হয়। সকালে পরিবেশন করা হয় পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তাসহ নানা ধরনের বাঙালি খাবার।
দুপুরে দেওয়া হয় পোলাও, মাংস, ডিম, মিষ্টিসহ অন্যান্য খাবার। এছাড়া কারাগারের ভেতরে মঞ্চ তৈরি করা হয়। সেখানে বন্দিরা নিজেদের ইচ্ছামতো গান করেন। অনেক বন্দিই নিজের কণ্ঠে গান গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় গানের তালে তালে অন্যরাও উল্লাস করেন।
মন্তব্য করুন