চুরির অপবাদে প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে শহরের মসজিদ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন (৩৩) মসজিদ পাড়ার বাসিন্দা এবং সড়ক বাজারের ব্যবসায়ী।
এর আগে রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নিচতলায় হাড়ি-পাতিল চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে দেয় সুমনসহ কয়েকজন যুবক। চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও বিচারের দাবি জানায় মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার পর নূর মার্কেটের ব্যবসায়ী চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের মালামাল চুরি করার অভিযোগ করে তিন নারী ও এক কিশোরীকে আটক করে সুমন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন যুবক যোগ দেয়। নারীদের কাছে থাকা একটি কড়াই, প্লাস্টিকের হাঁড়ি ও পাতিল উদ্ধার করে সেগুলো চুরির মাল বলে দাবি করে সুমন। এক পর্যায়ে সুমন ও তার সহযোগীরা নারীদের কাঁচি দিয়ে চুল কেটে দেয় এবং মারধর করে।
চাঁদপুর অ্যালুমিনিয়ামের কর্ণধার দিলিপ কুমার চক্রবর্তী বলেন, প্রথমে দুজন নারী এসে কেনাকাটা করেন। এদের পাশাপাশি সময়েই ওই ১৪/১৫ বছরের এক কিশোরীসহ তিন নারী এসে বিভিন্ন মালামাল দেখেন এবং দেখাতে বলেন। তাদের চারজনের হাতে কালো পলিথিনের ব্যাগ ছিল। তারা কিছু না কিনেই বেরিয়ে যায়। সুমন দাস আগে থেকেই ওই নারীদের সন্দেহ করে আমার দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল। তারা বের হলে সুমন ওই নারীদের ব্যাগ তল্লাশি করে আমার দোকানের কড়াই, প্লাস্টিকের হাঁড়ি ও পাতিল বের করে। তাদের ব্যাগে দুটি শাড়ি ও চকলেটের প্যাকেটও ছিল। আমার মালামাল দেখে আমি ওই নারীদের সঙ্গে কথা বলি। তারা আমার কাছে ভুল শিকার করে। এ সময় কিছু মানুষ জড়ো হতে থাকে। আমি আমার মালামাল নিয়ে তাদের ক্ষমা করে চলে যেতে বলি। কিন্তু জড়ো হওয়া মানুষজন তাদের সঙ্গে ঝামেলা করতে থাকে। তখন কেউ আমার কথা শোনেনি।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, নারীর চুল কাটার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মন্তব্য করুন