নববর্ষের অনুষ্ঠানে কুমিল্লায় অংশগ্রহণকারী তৃষ্ণার্তদের মাঝে পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কুমিল্লা মহানগর শাখা। কুমিল্লা সিটি পার্কে শহীদ মুগ্ধ গ্যালারিতে অনুষ্ঠানে আসা মানুষের জন্য বোতলজাত পানি সংরক্ষণ ও বিতরণ করা হয়।
সারাদিন চলে এ কার্যক্রম। প্রচণ্ড গরমে পানির চাহিদাও ছিল ব্যাপক।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সকাল থেকে শোভাযাত্রাসহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে নগরজুড়ে। এ সময় সবর্জনীন উৎসবে মাতে নগরবাসী। সিটি পার্কে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফারহা এমদাদ, জিয়াউল হোসেন অনিক, নাজমুল হক জিসান, ইঞ্জিনিয়ার মুনতাসির তুষার, জাফরিন হক প্রমুখ।
মুগ্ধের স্মরণে পানি বিতরণে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘মীর মুগ্ধ আমাদের প্রেরণার নাম। মুগ্ধ আন্দোলনকারীদের পানি বিতরণের সময় স্বৈরাচারের গুলিতে শহীদ হন।’
তিনি বলেন, ‘স্বৈরাচারী খুনি হাসিনা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে বিভাজনের রাজনীতি কায়েম করেছিল। বাংলাদেশের মানুষকে জঙ্গি অপবাদ দেওয়া, ধর্মীয় বিভাজনের নোংরা খেলা খেলছিল। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী নববর্ষে আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে স্বৈরাচারের কোনো প্রেতাত্মা জাতিকে যেন আর বিভ্রান্ত করতে না পারে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি শহীদ মুগ্ধের স্মরণে পর্যাপ্ত বোতলজাত পানি তৃষ্ণার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছি।’
মন্তব্য করুন