বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণে জাতীয় সংগীত বাজানো নিয়ে হট্টগোল

সাদুল্লাপুরে বর্ষবরণে জাতীয় সংগীত বাজানো নিয়ে হট্টগোল। ছবি : কালবেলা
সাদুল্লাপুরে বর্ষবরণে জাতীয় সংগীত বাজানো নিয়ে হট্টগোল। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত বাজানো নিয়ে ব্যাপক হট্টগোল হয়। পরে আবারও দ্বিতীয়বার বাজানো হয় জাতীয় সংগীত। এছাড়া বর্ষবরণ অনুষ্ঠান সংকুচিত করার অভিযোগও উঠেছে।

সোমবার (১৪ এপ্রিল) প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, সাদুল্লাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকতা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানের শুরুতেই সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রথমেই বাজানো হয় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি। কিন্তু স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের মাঠের একপাশে দাঁড় করিয়ে রেখে অন্য পাশে শুধু উপজেলা প্রশাসনের কর্মকতা-কর্মচারীদের নিয়ে এই জাতীয় সংগীত বাজানো হয়। এ কারণে স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতারা প্রতিবাদ জানান।

এরই একপর্যায়ে স্থানীয় রাজনৈতিক নেতারা অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে এ অনুষ্ঠান বয়কটের ডাক দেন। শুরু হয় হট্টগোল। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী সরকার বলেন, সমাবেশস্থলে অংশগ্রহণকারী সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত বাজানোর নিয়ম। কিন্তু মাঠের পশ্চিম পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীসহ অন্যরা যখন নিজেদের মধ্যে কথা বলছেন, এ সময় মাঠের পূর্ব পাশে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারী দাঁড়িয়ে জাতীয় সংগীত বাজায়।

উপজেলা বিএনপি নেতা আ স ম সাজ্জাদ হোসেন পল্টন জানান, আমাদের সবাইকে অবজ্ঞা করে জাতীয় সংগীত বাজানো হয়। এতে অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হয়েছে।

সাদুল্লাপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমদুল হক জানান, অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীদের অজান্তে অপরপাশে জাতীয় সংগীত বাজানো হয়। এতে অনুষ্ঠানটির সর্বজনীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এজন্য সবাই প্রতিবাদ করেছে। পরে সমাবেশস্থলে উপস্থিত সবার অংশগ্রহণে দ্বিতীবার জাতীয় সংগীত বাজানো হয়।

সাদুল্লাপুর গার্লস কলেজ সহকারী অধ্যাপক ও সাংবাদিক একেএম নেয়ামুল হাসান পামেল জানান, উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষবরণ অনুষ্ঠানে আলোচনা সভা রাখা হয়নি। এতে দিবসটির তাৎপর্য সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নবীনরা অবগত থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া বরাদ্দকৃত অর্থের স্বল্পতা দোহাই দিয়ে ২০০-২৫০ আসনের উপজেলা পরিষদ অডিটরিয়ামে নামমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বর্ষবরণ অনুষ্ঠানটি উপভোগ করা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, যখন সমাবেশস্থলে জাতীয় সংগীত বাজানো হয় তখন অপর পাশের অংশগ্রহণকারীরা এসে পুনরায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি বাজানোর আপত্তি করেন। বাধ্য হয়ে দ্বিতীয়বার জাতীয় সংগীত বাজানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১০

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১১

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১২

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৩

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৪

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

১৫

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

১৬

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

১৮

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

১৯

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

২০
X