যশোরের মনিরামপুরে আব্দুল মমিন ভূঁইয়া নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার আব্দুল মমিন ভূঁইয়া ১নং রোহিতা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, রোহিতা ইউনিয়নের ভান্ডারী মোড়ে ভাই ভাই স’মিল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মমিন ভূঁইয়ার। রোববার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রোহিতা ইউনিয়ন পরিষদ পার হয়ে রুহুল আমিনের বাড়ির সামনে পৌঁছলে ৭-৮ দুর্বৃত্ত গতিরোধ করার চেষ্টা করে। এ সময় তাকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হলে তা লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পান মমিন ভূঁইয়া।
এদিকে বিস্ফোরিত বোমার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করে।
অন্যদিকে, হামলার শিকার মমিন ভূঁইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান শিমুল জানান, রাতে মমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা মমিন ভূঁইয়া বলেন,পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে রাতে এ বোমা হামলা চালান হয়েছে। এ ব্যাপারে সোমবার (১৪ এপ্রিল) বিকেলে মনিরামপুর থানায় মামলা করা হয়েছে।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন