চাঁদপুরের কচুয়ার বিতারায় যুবলীগ নেতা ও ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার সময় কচুয়ার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
খুনের শিকার নুরুল হক বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে। তিনি বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।
নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, গত শনিবার রাত সাড়ে ৯টায় ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রামপুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। পরে তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সি স্ত্রীর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক থাকা নিয়ে সন্দেহ করে সেখানে রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তাদের উঠানে ফেলে রেখে যায়।
এদিকে যুবলীগ নেতা নুরুল হত্যার ঘটনায় অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, তিন বছর আগে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর পাই। তবে সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছি।
মন্তব্য করুন