মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ফের দুই গ্রামবাসীর সংঘর্ষ, এএসপিসহ আহত অর্ধশত

সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

মাদারীপুরের রাজৈরে পূর্ববিরোধের জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়িতে। এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। উপজেলা সদরের ব্যাপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন।

এর আগে গত শনিবার রাতেও সংঘর্ষে জড়িয়েছিল এ দুই গ্রামের বাসিন্দারা।

মাদারীপুরের এএসপি জাহাঙ্গীর আলম, রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খানসহ উভয়পক্ষের অর্ধশত আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পশ্চিম রাজৈর গ্রামের মেহেদী মীর (২২), রাসেল শেখ (২৮), সাহাপাড়ার মনোতোষ সাহা (৫০), আলমদস্তারের তাওফিককে (৩৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, রোববার বিকালে বিবদমান উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় সোমবার সকাল ১০টার দিকে থানার হলরুমে বসে ঝামেলার মীমাংসা করা হবে। কিন্তু সন্ধ্যার দিকে ফের সংঘর্ষে জড়ায় তারা। দুই গ্রামবাসী পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করতে দ্বিধা করেনি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আতশবাজি ফোটানো থেকে শুরু হওয়া দ্বন্দ্বে শনিবার রাতে পশ্চিম রাজৈর ও বদরপাশা দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুরে দুই গ্রামের লোকজনকে ডাকলে মীমাংসার জন্য রাজি হয় তারা। সোমবার সকাল ১০টার সময় মীমাংসার জন্য বসার কথা ছিল। এরই মধ্যে রোববার সন্ধ্যায় উত্তেজিত হয়ে ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ সংঘর্ষ একপর্যায়ে কুমার নদের উত্তর ও দক্ষিণপাড়ের আঞ্চলিকতায় রূপ নিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে চতুর্থ ধাপে এ দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলো। পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু সে দায়ভার কাউকে দিতে চাই না। আশা করি, সবার সহযোগিতায় এ সমস্যা দ্রুতই সমাধান করতে পারব। আমরা চাই এ ঝামেলা থেকে তারা বের হয়ে আসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

চট্টগ্রামে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

জাল তালাকনামা ব্যবহারে আসামি রুহুলের ৪ বছরের কারাদণ্ড

১০

এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

১১

লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র!

১২

গণঅধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন ফাতিমা তাসনিম

১৩

কেমন ছিল জিম্বাবুয়ের প্রথম বাংলাদেশ সফর?

১৪

সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ ৮ জনকে বহিষ্কার

১৫

‘চীনা হাসপাতালের সঠিক দাবিদার পঞ্চগড়’

১৬

পরিবেশকে স্বাস্থ্যকর রাখা মানব সভ্যতার সঙ্গে সম্পর্কিত : ঢাবি ভিসি

১৭

বর্ষবরণে বাধা সৃষ্টি, দোষীদের শাস্তির দাবি উদীচীর

১৮

বৃষ্টি ঝরবে পাঁচ দিন, সহনশীল থাকবে তাপমাত্রা

১৯

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সরওয়ার কবীর গ্রেপ্তার

২০
X