ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ ও মারামারির জেরে পাশের উপজেলা রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৩ এপ্রিল) থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এর দুদিন আগেও সংঘর্ষের ঘটনায় হরিপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
রাণীশংকৈলে ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, উপজেলাধীন ধর্মগড় ইউনিয়নের চেংমারি মৌজার কাউন্সিল বাজার ও ধর্মগড় মৌজার চেকপোস্ট বাজার এবং উভয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ওই এলাকায় বিবাদ বা হানাহানিসহ যেকোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু জনস্বার্থে এবং জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা চলবে। এ সময়ে ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় জনসমাগম, মিছিল, সভা-সমাবেশ, উচ্চশব্দে মাইকিং এবং যেকোনো ধরনের দেশি-বিদেশি অস্ত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলমান থাকবে।
এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ কাজ করছে। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, আমরা তা বাস্তবায়ন করছি।
মন্তব্য করুন