পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে গাছের মগডালে উঠে অজ্ঞান হয়ে পড়ে থাকেন মো. সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে নামান।
শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
যুবক সাহিনুর ওই গ্রামের মৃত আ. মালেক মোল্লার ছেলে।
পরিবারের লোকজন জানান, ওই যুবকের উপর জিনের আছর রয়েছে। ওই রাতে ৯টার দিকে ওই যুবক হঠাৎ ঘর থেকে বের হয়ে গাছে উঠতে থাকেন। এ সময় পরিবারের ৫-৬ জন তাকে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু তারপরও তিনি একটি নারিকেল গাছের ডগায় উঠে বসেন। পরে সেখান থেকে পাশের একটি উঁচু রেন্ট্রি গাছের মগ ডালে উঠে বসেন। কিছু সময় পর সেখানে অজ্ঞান হয়ে গাছেই বসে থাকেন তিনি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছে উঠে তাকে উদ্ধার করেন। গাছের নিচে একদল আজান দিতে থাকেন। এভাবে আজান দিতে থাকলে এক পর্যায়ে তার জ্ঞান কিছুটা ফিরে আসে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি কালবেলাকে বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মন্তব্য করুন