মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যান্ড দখল নিয়ে ফের দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদী থানা। ছবি : কালবেলা
পাবনার ঈশ্বরদী থানা। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনোয়ারুল ইসলাম নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া নতুন গোলচক্কর মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মনোয়ারুল দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

জানা গেছে, গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করা নিয়ে ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে বিপুল মোল্লাসহ তার অনুসারী কয়েকজন গুরুতর আহত হন এবং তারই জের ধরে শ্রমিক ইউনিয়ন নেতা রকু প্রামাণিকের অফিস ভাঙচুর করা হয়। এ নিয়ে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেন।

২৪ ঘণ্টা না হতেই একই জেরে রোববার দুপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক ও তার বড় ভাই শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের নেতৃত্বে তাদের অনুসারীরা দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে দাশুড়িয়া গোলচক্করসহ এর আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুলকে যুবদল নেতা রিপন ও রকুর নেতৃত্বে গুলি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় সাইনবোর্ড নিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তার দায় দল নেবে না।

এদিকে ঈশ্বরদী থানার (তদন্ত) কর্মকর্তা মনিরুল ইসলাম কালবেলাকে জানান, গুলিবিদ্ধ মনোয়ারুলকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। তবে পূর্বের ঘটনায় দুপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

চট্টগ্রামের সিআরবির বস্তিতে ভয়াবহ আগুন

‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

গাজায় নিহত আরও ৩৯

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১০

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১১

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

১২

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

১৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

১৪

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

১৫

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৬

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১৭

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১৮

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

১৯

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

২০
X