সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বড় ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার ছেলে।
জানা গেছে, বড় ধুনাইল গ্রামের ১৯০ বিঘা খাস খতিয়ানের জমি নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুগ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত।
আরও জানা গেছে, সংঘর্ষ চলাকালে জাফর গ্রুপের মো. মদিন মোল্লা নিহত হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী কালবেলাকে বলেন, মূলত খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুগ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন