কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর ছকিলা বেগম (৫৫) ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাকী ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত তিনটার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ পড়ে ঘরের ওপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন