ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোসেন আলী (৪০) নামে জাল টাকার কারবারিকে ১ লাখ ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ সরকারি কলেজসংলগ্ন গন্ডগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসেন পার্শ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সারাদেশে হত্যা, ধর্ষণসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি অভিযানিক দল শনিবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকার কারবারি হোসেন আলীকে নেকমরদ গন্ডগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে ১ লাখ ভারতীয় জাল রুপি, নগদ ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
দীর্ঘদিন থেকে হোসেন আলী ভারতীয় জাল রুপি ব্যবসার সঙ্গে জড়িত। সে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রতারক চক্রের নিকট হতে স্বল্পমূল্যে ভারতীয় জাল রুপি কিনে করে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে এসব ভারতীয় জাল রুপি বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে। পরে র্যাব তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে জব্দকৃত ভারতীয় জাল রুপি, টাকা ও মোবাইলসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গ্রেপ্তার হোসেনের কাছ থেকে ১ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন