মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদী হয়ে জুনায়েদকে প্রধানসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

আরও জানা গেছে, এ ঘটনায় শনিবার রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় রাজৈর বেপারীপাড়ার মোড়ের বাজারের কয়েকটি দোকানপাট লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশসহ ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লাভলুর ছেলে সালাউদ্দিন (১৮), হয়দার আকনের ছেলে সাগর আকন (২৩), মাহবুব মোল্লার ছেলে ওমর মোল্লা (২২), হুমায়ুন খানের ছেলে ইমন খান (২০), হাবি শেখের ছেলে সাব্বির শেখ (১৮), রাজৈর থানার পুলিশ সদস্য জুয়েল সহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ ও এসআই তারেক সহ অন্তত ১২ জন জন পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও ওসি তদন্তসহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মিয়ানমার থেকে ২০ বাংলাদেশিকে ফেরত

বোমা ফেলে ভবন উড়িয়ে দিল ইসরায়েল

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি

কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ 

আনন্দ শোভাযাত্রায় ‘পানি লাগবে পানি’

২৮টি নৃগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন রূপ পায় এবারের শোভাযাত্রা 

হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ র‍্যালি

১০

শোভাযাত্রায় রিকশাচালক-কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ

১১

বিশ্লেষণ / ইসরায়েল-তুরস্ক কি যুদ্ধে জড়িয়ে পড়বে?

১২

ধ্বংসস্তূপ থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী জীবিত উদ্ধার

১৩

ঢাকায় বেড়েই চলছে বায়ুদূষণ, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী

১৫

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু, মানুষের ঢল

১৬

ইসরায়েলি সংবাদমাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

১৭

আজ ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোর দুটি স্টেশন 

১৮

কঠোর নিরাপত্তার চাদরে ঢাবি ক্যাম্পাস 

১৯

‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ ফিলিস্তিনি এই স্লোগানের মানে কী

২০
X