বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মো. আতিয়ার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, আতিয়ার রহমান কোম্পানি থেকে ডিউটি করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী অপর একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দুটিকে জব্দ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন