নাটোরের সিংড়ার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। সেই দুঃখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নাঈম হোসেন (২০) ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামের বাসিন্দা আবু বক্কার বাবুলের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগে বিয়াশ গ্রামের নজরুল ইসলাম মেয়ে মোছা. সাদিয়া (১৮) সাথে গাঁড়াবাড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে নাঈমের সঙ্গে বিয়ে হয়। শুক্রবার রাতে নাঈমের স্ত্রী সাদিয়া একই গ্রামের আ. রহমানের ছেলে সেলিমের সঙ্গে পালিয়ে যায়। পরে স্বামী নাঈম মনের দুঃখে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্বজনরা চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বিকেল সাড়ে ৫টায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী সাদিয়া পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মনের দুঃখে গ্যাসট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছে নাঈম।
সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, ছেলেটি সকালে গ্যাস ট্যাবলেট খেয়েছে এমন একটি খবর পেয়েছিলাম। চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়। লাশ মেডিকেলে রয়েছে।
মন্তব্য করুন