মিছিলে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীতে ইপিজেডের ভেতরে দুটি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভাঙচুর করা প্রতিষ্ঠানগুলো হলো- ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড। তাৎক্ষণিকভাবে আটক আসামিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন শতাধিক লোক। মিছিলটি একপর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানকার কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দিতে বলেন। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে তারা মিছিলে যোগ না দেওয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারীরা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত অন্তত ৪৫ জনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় তারা ভাঙচুর ও লুটপাট চালান। আশপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পরে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, দুটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।
মন্তব্য করুন