চার দিন ধরে নিখোঁজ রয়েছেন শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিশাকুড়ি এলাকার মোসা. আঁখি নামে এক গৃহবধূ। মাকে না পেয়ে কাঁদছে তার দুই অবুঝ শিশু সন্তান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গৃহবধূর শাশুড়ি ফাতেমা বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বিকাল ৩টায় বাচ্চার ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানকে রেখে বাইরে যান। পরে অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার বাবা বাড়িতে যোগাযোগ করলে জানা যায় যে, সেখানেও যায়নি আঁখি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন।
নিখোঁজ আঁখির শাশুড়ি ফাতেমা বেগম বলেন, আমার পুত্রবধূ নিখোঁজ হওয়ায় সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে তার দুই শিশু সন্তান। এদের মধ্যে একজনের বয়স তিন বছর এবং অপর জনের বয়স মাত্র ১১ মাস। এ বাচ্চাগুলো ওর মাকে ছাড়া কিছুই করতে পারে না। ওরা তাদের মাকে না পেয়ে খাওয়া বাদ দিয়ে শুধু কাঁদতে থাকে। এ অবুঝ শিশুদের কীভাবে সান্ত্বনা দিব? এ কথা বলে তিনিও কেঁদে ফেলেন।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, মোসা. আঁখি নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে বৃহস্পতিবার সকালে তার শাশুড়ি থানায় জিডি করেছেন। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমরা তার ফোন কলের সূত্র ধরে এগিয়ে যাচ্ছি। আশা রাখি অতিদ্রুত ফলাফল পাব।
তিনি আরও বলেন, নিখোঁজ গৃহবধূ মোসা. আঁখির সন্ধানে বিভিন্ন থানায় বেতার বার্তা ও ছবি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন