গাজীপুরের কোনাবাড়ীতে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে কারখানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কের আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে কতিপয় দুষ্কৃতকারী ওই এলাকার ৩টি কারখানা ও দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন এলাকার শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে এতে অংশ নেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কের আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরাও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
মিছিল চলাকালে কতিপয় দুষ্কৃতকারী বাইমাইলের স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড ও কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে জড়ো হওয়ার জন্য আহ্বান জানান। এ সময় শ্রমিকরা অস্বীকৃতি জানালে তারা কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর চালায়। এছাড়া বাটা শোরুমসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এল পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম কালবেলাকে জানান, কতিপয় দুষ্কৃতকারী বাইমাইলের স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড ও কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে জড়ো হওয়ার জন্য বলেন। এতে সাড়া না দেওয়ায় উত্তেজিত লোকজন তিনটি কারখানায় হামলা ও ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুরের পর থেকে কোনাবাড়ি এলাকায় মহাসড়কের আশপাশে অবস্থিত বেশির ভাগ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন