খুলনায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে নগরীর খালিশপুরের গোয়ালখালীতে এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
মৃত শিশু ঢাকার কামরাঙ্গীরচর যাওলা এলাকার মোহন ব্যাপারীর মেয়ে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবা-মায়ের সঙ্গে খুলনায় গিয়েছিল মুকরিমা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিশপুর থানার ওসি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১টার দিকে মারা যায়। ট্রলিটিকে আটক করা গেলেও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
মন্তব্য করুন