নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আব্দুল কাদের মিলন। ছবি : কালবেলা
আব্দুল কাদের মিলন। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। পরিবারের দাবি, রাজনৈতিক রেশ ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহীম এতিমখানার সামনে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত আব্দুল কাদের মিলন (৩৫) উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে।

নিহতের ছোট ভাই আব্দুর রহীম রাকিব জানান, গত ৫ আগস্টের পর তার বড় ভাই মিলন বাড়ি থেকে চলে যান। এরপর তিনি সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করেন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন তিনি দেশে ফিরেন। শুক্রবার রাতে আমার ভাই মিলন আমার সিএনজিচালিত অটোরিকশায় করে পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় তার অসুস্থ শালাকে দেখতে যান। রাত ৯টার দিকে সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বাজার এলাকার চুয়ানির টেক এলাকায় আমাদের সিএনজি পৌঁছলে ২-৩টি মোটরসাইকেলে আরোহী আমাদের সিএনজিকে ফলো করে আমাদের ধাওয়া করে। বিষয়টি আমার ভাই বুঝতে পেরে তিনি তার মামা শ্বশুর যুবদল নেতা মাইন উদ্দিনকে মোবাইলে বিষয়টি জানায়। এরই মধ্যে মোটরসাইকেল আরোহীরা আমাদের ধরে ফেলে।

তিনি আরও জানান, পরে হামলাকারীরা আমার ভাইকে আমার থেকে ছিনিয়ে নিয়ে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহীম এতিম খানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে ধাপে ধাপে পিটিয়ে গুরুতর আহত করে। যুবদল নেতা মাইন উদ্দিন আমাদের বাঁচাতে এলে হামলাকারীদের তোপের মুখে পড়ে তিনি চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আমার ভাইকে হামলাকারীদের থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, আমার স্বামী মৃত্যুর আগে তাকে যে কোনো সময়ে হামলা করতে পারে বলে জানিয়েছিলেন ও এই বিষয়ে জড়িত ২০-২৫ জনের নাম বলে গেছেন। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার এখন কারও নাম, কোনো কিছুই মনে আসছে না। পরে হামলার সঙ্গে জড়িতদের নাম জানাব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন বলেন, এ ঘটনার সঙ্গে কোনো বিএনপির লোক জড়িত ছিল না। গত ১৫ বছর সে এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব চালায়। তার হাতে নিষ্পেষিত লোকজনের ক্ষোভের বহিঃপ্রকাশের শিকার হয় সে।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান বলেন, জামায়াত-বিএনপির লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নেই। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা তরুণী বললেন ‘আলহামদুলিল্লাহ’ 

যশোরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মিয়ানমার থেকে ২০ বাংলাদেশিকে ফেরত

বোমা ফেলে ভবন উড়িয়ে দিল ইসরায়েল

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি

কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ 

আনন্দ শোভাযাত্রায় ‘পানি লাগবে পানি’

২৮টি নৃগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন রূপ পায় এবারের শোভাযাত্রা 

১০

হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ র‍্যালি

১১

শোভাযাত্রায় রিকশাচালক-কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ

১২

বিশ্লেষণ / ইসরায়েল-তুরস্ক কি যুদ্ধে জড়িয়ে পড়বে?

১৩

ধ্বংসস্তূপ থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী জীবিত উদ্ধার

১৪

ঢাকায় বেড়েই চলছে বায়ুদূষণ, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৫

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী

১৬

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু, মানুষের ঢল

১৭

ইসরায়েলি সংবাদমাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

১৮

আজ ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোর দুটি স্টেশন 

১৯

কঠোর নিরাপত্তার চাদরে ঢাবি ক্যাম্পাস 

২০
X