নোয়াখালীর হাতিয়ায় কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাকিব। গ্রেপ্তার মো. সাকিব নিহতের ছোট ভাই। তারা চরচেঙ্গা গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। সাকিব এলাকায় তিনটি বিয়ে করলেও তিন স্ত্রীই চলে গেছেন। শুক্রবার পাশের এলাকা থেকে আরেকটি বিয়ের খবর এলে বড় ভাইয়ের সঙ্গে সাকিবের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। তাদের শান্ত করার কিছুক্ষণ পর আবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে ছোট ভাই তার বড় ভাইকে ছুরিকাঘাত করে। ফলে ঘটনাস্থলে মারা যান রাকিব।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, রাত ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে আসামি সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামিকে নিয়ে সরেজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন