কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। ছবি : কালবেলা
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে কয়েকটি চিরকুট। এর একটিতে লেখা ছিল- ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় বিপুল সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

তবে প্রতিবার আলোচনায় থাকে মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি নিয়ে। এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি, বিরহ-বেদনা, আয়-উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো ফলাফলের আশা, রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে।

এমন আরেকটি চিঠিতে এক নারী তার ভাইয়ের কথাও লিখেছেন, তিনি লিখেন, আমার ভাইয়ারে পুরোপুরি সুস্থ কইরা দেও আল্লাহ। ওর শরীর থেকে এই রোগটারে সম্পূর্ণভাবে গায়েব কইরা দেও আল্লাহ। আমার ভাইদের, আমার আম্মা, আব্বু, পাপার দোয়া কবুল কইরা নিও আল্লাহ। আমার ভাইয়া সিটিজেনশিপ যেন পাইয়া যায় আল্লাহ। তুমি ওদের মনের আশা পূরণ কইরো। অনেক বড় একটা স্বপ্ন দেইখা রাখছিলাম আল্লাহ নিজের জন্য সেটা আপাতত তোমার উপর বিশ্বাস রইখা স্থগিত রাখছি। তুমি আমার ভাইয়ের বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষাটারে কবুল করে নিও আল্লাহ। তোমার বিশ্বাসে এগুলো লিখছি আল্লাহ। তুমি আমার দোয়া কবুল কইরা নিও।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দান সিন্ধুক খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। পরে মসজিদের ২য় তলার মেঝেতে ঢেলে ৯টায় শুরু হয় গণনা কার্যক্রম।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়েছিল। এ হিসেবে এবার ৪ মাস ১১ দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।

সিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

টাকা গণনার কাজে জেলা প্রশাসনের ২৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৪৭ মাদ্রাসার শিক্ষার্থী, ১০ শিক্ষক, ১৪ সেনাসদস্য, ৩০ পুলিশ সদস্য, ১০ আনসার সদস্য, ৮০ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেছেন।

প্রচলিত আছে, এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন। শুধু টাকা-পয়সা না, এখানে টাকার পাশাপাশি সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন। প্রতিদিন বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

মা-বাবার কাছে যেতে চায় আরাধ্য

‘আমাকে ছাড়িয়ে নিন’, ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

বেরোবিতে শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে : বিডা চেয়ারম্যান

খোলামেলা নাচে বিপাকে মাহি

স্ট্যান্ড দখল নিয়ে ফের দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ

বিগত সরকার নববর্ষকে এককেন্দ্রিক করে ফেলেছিল : রিজভী

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি : কাকে ঠেকাতে, কাকে রক্ষায়?

১০

‘সামিটে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা’

১১

মহিষ লুট করে বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি অনুষ্ঠানে সবার নজর কাড়লেন সিরিয়ার ফার্স্ট লেডি

১৩

ডাক বিভাগে সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ শুরু

১৪

নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

১৬

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না : দুলু

১৭

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের ইউনিলিভার বাংলাদেশ সফর

১৮

‘দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো’

১৯

মেসিকে বিশ্রাম দেওয়ার চিন্তা মাশ্চেরানোর

২০
X