মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি।
মরদেহের প্রতীকী ছবি।

টাঙ্গাইলে পৃথক স্থানে ২৪ ঘণ্টায় তিন গৃহবধূর ও এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ এপ্রিল) টাঙ্গাইল সদর ও সখীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার একঢালা গ্রামের আব্দুল মজিদ তালুকদারের মেয়ে মাহিমা আক্তার মিম (৩০), সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে আর্জিনা আক্তার(২৫), উপজেলার কালমেঘা পূর্বপাড়া এলাকায় রিপন মিয়ার স্ত্রী আল্পনা আক্তার(২৫) এবং দেলদুয়ার উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার প্রবাসীর স্ত্রী মাহিমা আক্তার মিম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার মেয়ে বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ রব্বানী বলেন, মাহিমা আক্তার মিম পূর্ব আদালত পাড়ায় মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে গাছের একটি ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সঙ্গে বিয়ে হয় তার। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার তিন বছরের একটি ছেলে রয়েছে।

বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় আল্পনা আক্তার এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার মডেল মসজিদের অফিস রুমের ভেতরে ইমাম হোসেন নামে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাম হোসেন দেলদুয়ার মডেল মসজিদের সিকিউরিটি দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারণা ইমাম হোসেন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল হক হাওলাদার বলেন, দেলদুয়ারের মডেল মসজিদে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ঝরবে পাঁচ দিন, সহনশীল থাকবে তাপমাত্রা

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সরওয়ার কবীর গ্রেপ্তার

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে সাবেক সিআইডি প্রধানের বিরুদ্ধে মামলা

গাজা স্বাধীন করা নিয়ে নাসির উদ্দিনের নামে প্রচার, যা জানা গেল

ফিলিস্তিনকে সংহতি জানিয়ে গ্রিন ডে’র গানের কথায় পরিবর্তন

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, বড় শাস্তির মুখে মেসিরা!

কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবি রাবি শিক্ষার্থীদের

খুলনার সাবেক এমপি পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা

জামায়াতকে নিষিদ্ধের ৫ দিনের মাথায় হাসিনাকে পালাতে হয়েছে : ড. মাসুদ

ধোবাউড়ায় এমরান সালেহ’র পরীক্ষা সামগ্রী বিতরণ

১০

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১

গ্যাসের দাম বৃদ্ধিতে উদ্বেগ / বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ : চরমোনাই পীর

১২

সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ

১৩

৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

১৪

রূপায়ণ সিটিতে শতকণ্ঠে বর্ষবরণ

১৫

‘পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা’

১৬

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১২ হাজার কোটি টাকা

১৭

পরিবারের কাছে ফিরল মিয়ানমারে আটকে থাকা ২০ বাংলাদেশি

১৮

বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং ফুডস শ্রমিকদের কর্মবিরতি

১৯

অনলাইন জুয়া, সাকিবসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

২০
X