নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কালিয়া থানা। ছবি : কালবেলা
কালিয়া থানা। ছবি : কালবেলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তির নাম ফরিদ মোল্যা (৫০)। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফরিদ মারা যান।

আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন- করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্লা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন- তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চনপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন ওই এলাকার মিলন মোল্যা, আরেকটি পক্ষ চালান আফতাব মোল্যা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে এ দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মিলনের অনুসারী সানোয়ার নামের এক সমর্থকের ওপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় আফতাব মোল্যার বাড়িতে হামলা চালান মিলনের লোকজন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। তাদের মধ্যে আফতাবের পক্ষের ফরিদের অবস্থা ছিল গুরুতর। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়।

শুক্রবার রাত ১১টার দিকে কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

মা-বাবার কাছে যেতে চায় আরাধ্য

‘আমাকে ছাড়িয়ে নিন’, ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

বেরোবিতে শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে : বিডা চেয়ারম্যান

খোলামেলা নাচে বিপাকে মাহি

স্ট্যান্ড দখল নিয়ে ফের দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ

বিগত সরকার নববর্ষকে এককেন্দ্রিক করে ফেলেছিল : রিজভী

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি : কাকে ঠেকাতে, কাকে রক্ষায়?

১০

‘সামিটে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা’

১১

মহিষ লুট করে বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি অনুষ্ঠানে সবার নজর কাড়লেন সিরিয়ার ফার্স্ট লেডি

১৩

ডাক বিভাগে সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ শুরু

১৪

নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

১৬

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না : দুলু

১৭

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের ইউনিলিভার বাংলাদেশ সফর

১৮

‘দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো’

১৯

মেসিকে বিশ্রাম দেওয়ার চিন্তা মাশ্চেরানোর

২০
X