মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কারাগারে শিমুল-লিমার বিয়ে 

সিলেট কেন্দ্রীয় কারাগারে বাদী-বিবাদীর বিয়ে। ছবি : সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় কারাগারে বাদী-বিবাদীর বিয়ে। ছবি : সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেমিক-প্রেমিকার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে আত্মগোপনে চলে যান। পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় কারাগারে পাঁচ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়। তারা ছিলেন মামলার বাদী ও বিবাদী। বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল ও কনে সুনামগঞ্জের বাসিন্দা।

সিলেটের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শিমুল ও লিমার প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। এরপর ভুক্তভোগী পরিবারের শাহপরাণ থানায় করা মামলায় কারাগারে যান শিমুল।

সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে পড়ানো কাজী সজিব আহমেদ তালুকদার বলেন, শিমুলের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় শিমুল কারাবন্দি আছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তাদের বিয়ের কাবিন, এফিডেভিটসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

চট্টগ্রামের সিআরবির বস্তিতে ভয়াবহ আগুন

‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

গাজায় নিহত আরও ৩৯

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১০

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১১

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

১২

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

১৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

১৪

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

১৫

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৬

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১৭

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১৮

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

১৯

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

২০
X