চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হাতি হত্যা, ২০ জনকে খুঁজছে পুলিশ

বন্যহাতি। ছবি : সংগৃহীত
বন্যহাতি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতিকে নির্মমভাবে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এতে দুই জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ১৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বাঁশখালী থানায় উপজেলার চেচুরিয়া বিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে হাতিটিকে হত্যা করে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলায় নাম উল্লেখ করা দুই আসামি হলেন– বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চেচুরিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে সরোয়ার হোসেন (৪৮) ও একই এলাকার বাসিন্দা জাফর (৫২)। বাকি আসামিরা অজ্ঞাতনামা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বুধবার (৯ এপ্রিল) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, বাঁশখালী থানাধীন ৭নং সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকার ধর্মধমার মোড় পাহাড়ি এলাকার মো. সরোয়ারের লিচু বাগানের ভেতরে ৬ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৪৫ মিনিটের সময় একটি বন্যহাতিকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। হাতিটির মাথায়, পিঠে, দুই কানের পাশে এবং পায়ুপথসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের সহযোগিতায় মৃত হাতিটির পোস্টমর্টেম সম্পাদন করেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হাতিটি পুরুষ, বয়স আনুমানিক ৬-৭ বছর, দাঁত ১.৫ ফুট, ওজন আনুমানিক ৮০০ কেজি।

এজাহারে আরও বলা হয়, আসামিরা মৃত হাতিটির দুটি দাঁত ও পায়ের নখগুলো নিয়ে যায়। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে বন বিভাগের লোকজন যথাযথ প্রক্রিয়ায় নিহত বন্য হাতিটিকে মাটি চাপা দেন।

আসামিরা পরস্পর যোগসাজশে ওই বন্যহাতিটিকে গুরুতর আঘাত করে হত্যা করে তার দুটো দাঁত এবং পায়ের নখ অপসারণ করেছে। তারা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৬(১) (২) ধারা অনুযায়ী অপরাধ করেছে। আসামিরা হাতিটিকে হত্যা করে আনুমানিক ৪০ লাখ টাকা ক্ষতিসাধন করেছে উল্লেখ করা হয় মামলার এজাহারে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকায় গভীর বনের ভেতর হাতিটির মরদেহ পাওয়া যায়।

মামলার বাদী চেচুরিয়া বিট কর্মকর্তা আলমগীর হোসেন কালবেলাকে বলেন, কতিপয় দুষ্কৃতকারী হাতিটিকে নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনায় আমরা একটি মামলা করেছি। আসামিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাতি হত্যার পর দাঁত ও নখ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মেঘনা আলমের গ্রেপ্তার সঠিক প্রক্রিয়ায় হয়নি : আইন উপদেষ্টা

ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খুঁজতে ঢাবির তদন্ত কমিটি

চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচল ৫ যাত্রী

ছাগলে খেল ধান, সংঘর্ষে গেল কৃষকের প্রাণ

পিবিপ্রবির চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

উচ্চাশা অনুযায়ী বিনিয়োগ সম্মেলনের সাফল‍্য অর্জিত না হলে তা হবে দুঃখজনক : এবি পার্টি 

পথ হারিয়ে চা বাগানে ঢুকে পড়ে লজ্জাবতী বানর

খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

মেক্সিকোতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে ৫০ দেশের রাষ্ট্রদূত

দায়িত্ব থেকে সরানো হলো ডিবিপ্রধান মল্লিককে

১০

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নিতে গিয়ে ধরা

১১

আত্মসমর্পণ না করলে পলাতক বিবেচিত হবেন টিউলিপ

১২

কুমিল্লায় অস্ত্রসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৩

ঢাকায় বড় হাসপাতাল নির্মাণ করবে চীন

১৪

দুই শিশুকে নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

স্টার্টআপ বাংলাদেশের এমডিকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধর

১৭

বসতভিটা লিখে না দেওয়ায় নারীকে মারধর বিএনপি নেতাদের

১৮

যৌতুকের জন্য স্ত্রীকে গরম তেল ঢেলে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৯

হেনস্তার শিকার ইমন চক্রবর্তী

২০
X