খুলনার দিঘলিয়ায় মোল্লা ফিরোজ হোসেন নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোল্লা ফিরোজ হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন বলেন, ২০২২ সালে খুলনার ডাকবাংলোয় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রলারে যাওয়ার সময় উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় তাদের ওপর হামলা হয়।
তিনি বলেন, ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ফিরোজ মোল্লা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন