সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাতটার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ ওই যুবকের নাম জাহিদ হাসান (২৬)। তিনি খুলনার দাকোপ উপজেলার দাকোপ গ্রামের আইয়ুব আলীর ছেলে। জাহিদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পায়েই গুলি লেগেছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে অতিদ্রুত বনে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে অপহরণকৃত ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বনদস্যু করিম শরীফ বাহিনীর সুন্দরবনে তাদের গোপন আস্তানায় এ অভিযান পরিচালনা করে বলে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
স্থানীয় কয়েকজন জানান, বনদস্যু শরীফ বাহিনীর কাছে প্রায় ৬ নারীসহ ৩৬ জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছিল। গুলিবিদ্ধ জাহিদ কাঁকড়া ধরার কাজে সুন্দরবনে গিয়েছিল।
দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম মোবাইলে কালবেলাকে জানান, শুনেছি সুন্দরবনের একটি এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দাকোপের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি হওয়া জন ঐ ব্যক্তি কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন