মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে নারী খুন : ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

সবিতা রাণী দে। ছবি: সংগৃহীত
সবিতা রাণী দে। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা সেই মরদেহের ভিসেরা প্রতিবেদন প্রায় পাঁচ মাস পর হাতে পেয়েছে পুলিশ। প্রতিবেদনে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকায় গৃহবধূ সবিতা রাণী দে’র মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি সেই ভিসেরার প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের একদিন পর গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ সবিতা রাণী দে’র স্বামী মিলন কুমার দে বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলায় তার প্রতিবেশী ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার নিয়ামুল শেখ (২৬), তার বাবা রমজান শেখ (৪৯) ও চাচা ইউনুস শেখের (৪১) নাম উল্লেখ করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করে। তিনজনের মধ্যে নিয়ামুল শেখ কারাগারে আছেন। অন্য দুজন জামিনে মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকালে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে বাঁশবাগানে যান ওই গৃহবধূ। এরপর তিনি বাড়ি ফিরে না এলে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গত ২৪ সেপ্টেম্বর (নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা) সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশবাগান সংলগ্ন নিয়ামুল শেখের শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা উঁচু দেখা যায়। এলাকাবাসীর সহযোগিতায় সেপটিক ট্যাংকের ঢাকনা উঁচু করলে একটি হাত দেখা যায়। খবর পেয়ে উপজেলার ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে ওই সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, ওই গৃহবধূর স্বামী সিঙ্গারা, পুরি ও চায়ের দোকানি। স্থানীয় ভাটপাড়া বাজারে তার দোকান রয়েছে। তাদের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনে থাকতেন।

পুলিশ বলছে, সম্প্রতি ওই গৃহবধূর মরদেহের ভিসেরা প্রতিবেদন পাওয়া গেছে। তাতে ওই গৃহবধূর (নারী) শরীরে ধর্ষণের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ওই গৃহবধূর মরদেহের ভিসেরা প্রতিবেদন পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফরে আসছে ভারত, প্রকাশিত হলো পূর্ণ সূচি

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

কুয়েটের ভিসির পদত্যাগের এক দফা ঘোষণা

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে 

গাজীপুরে বর্ষবরণ উপলক্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রা

এশিয়ার গোপন রত্ন : বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগের সুযোগ

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার, প্রতিবাদে বুয়েটে মানববন্ধন 

চীনা হাসপাতাল ঠাকুরগাঁওয়ে নির্মাণের দাবি গণঅধিকার পরিষদ নেতার

রাজধানীতে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা

১০

দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি

১১

‘এ আই’ নিয়ে যা বললেন রাধিকা

১২

হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

১৪

ট্রাক উঠতেই ভেঙে গেল কালভার্ট

১৫

ইসরায়েলের ‘শত্রু’ নেতানিয়াহু, তাকে কারাগারে পাঠানো উচিত : সাবেক সেনাপ্রধান

১৬

ঢাকাসহ ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

১৭

আ.লীগ নেতার বাড়িতে মিলল স্লোভাকিয়ার রাইফেল-শটগান

১৮

মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি, অভিজ্ঞতা নিয়ে লিখবেন গান

১৯

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X