মানবতাবিরোধী মামলায় ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৫) পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজারের রামু থানা-পুলিশ তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ একটি বাড়িতে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা ওই ব্যক্তির অবস্থান জানতে পেরে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন। পরে নুরুল আবছারকে হেফাজতে নেয় রামু থানা পুলিশ।
পরে ওই ব্যক্তিকে রামু থানার হেফাজতে আনলে মুক্তিযোদ্ধা আবছার স্বীকার করেন সাকা চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায় তিনি ১০নং সাক্ষী ছিলেন।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা না থাকায় শুক্রবার (১১ এপ্রিল) সকালে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাকে নিয়ে যেতে আসেন তার সহধর্মিণী ও জামাতা।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায়ও তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন