সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কোপালেন জাকারিয়া

গুরুদাসপুর থানা। ছবি : সংগৃহীত
গুরুদাসপুর থানা। ছবি : সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে জাকারিয়া নামের একজনের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জাকারিয়া উপজেলার বিয়াঘাট এলাকার আমির হোসেনের ছেলে। তিনি কুমারখালী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষিকাজ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালি মাঠের পুকুরে শামুক কুড়াতে যান। এ সময় একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাকারিয়া ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার হাতে থাকা কাঁচি দিয়ে নারীকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশেই এক বাড়ির উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাজিব হোসেন কালবেলাকে বলেন, ওই নারীর দুই হাত, গলা, কানের নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত গৃহবধূর স্বামী কালবেলাকে বলেন, আহত স্ত্রীকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। স্ত্রীর পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। স্ত্রীর সঙ্গে হওয়া অন্যায়ের কঠিন বিচার দাবি করছি। প্রশাসনের কাছে অভিযুক্ত জাকারিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজাউদ্দিন কালবেলাকে বলেন, লম্পট জাকারিয়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছেন। এর আগেও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। তিনি পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার স্ত্রী শিল্পী বেগম কালবেলাকে বলেন, নারী হিসেবে অপর নারীর সঙ্গে আমার স্বামীর অশুভ আচরণ মেনে নেব না। তিনি দোষী হলে স্ত্রী হিসেবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন কালবেলাকে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে জাকারিয়া নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৫ বছরে হিন্দুদের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে আ.লীগ’

আ.লীগ-জামায়াত নেতার হামলায় বিএনপির ৬ নেতা আহত

পাকিস্তানের জাতীয় দিবসের কর্মসূচিতে জামায়াতের প্রতিনিধি দল

এমবাপ্পের লাল কার্ডের পর রিয়ালের কষ্টের জয়

চট্টগ্রামে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

মসজিদ থেকে আর বাড়ি ফেরা হলো না মুয়াজ্জিনের

বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা

ট্রাম্পের অভিবাসন নীতি : বাংলাদেশিদের করণীয় জানালেন মঈন চৌধুরী

র‌্যাব সেজে নারীদের সর্বনাশ, বগুড়ায় ধরা প্রতারক সাগর

নারায়ণগঞ্জে জেলা শ্রমিক দলের নেতাকে হত্যার হুমকি

১০

ছবিতে মেট্রোরেলে দাঁড়িয়ে উপদেষ্টা, হাসনাত আব্দুল্লাহর পোস্ট

১১

বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস

১২

চুরির অপবাদে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

১৩

খাদে পড়েও রিতুর ব্যাটে জয় জ্যোতিদের

১৪

চীনের চাপে বিরোধী রাজনীতি হুমকির মুখে হংকংয়ে

১৫

ড. ইউনূসের সঙ্গে রেভারেন্ড পিল্লের সাক্ষাৎ

১৬

অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে : মাহফুজ আলম

১৭

ক্লিন ক্যাম্পাস গঠনে ঢাবিতে দুদিনব্যাপী কর্মশালা

১৮

হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

১৯

মেসির ডাকে মায়ামিতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা?

২০
X