রাঙামাটির কাপ্তাইয়ে ভাড়া নিয়ে গিয়ে নিখোঁজ হওয়া সিএনজিচালিত অটোচালক মো. ফারুকের (৪২) সন্ধান মেলেনি ১০ দিনেও। এর আগে গত বুধবার (২ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে কাপ্তাই উপজেলায় যাত্রী নিয়ে ভাড়ায় এসে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ স্বামীর সন্ধান না পেয়ে দিশাহারা অবস্থায় রয়েছেন স্ত্রী জেসমিন আক্তার। স্বামীর খোঁজ নিতে তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন এলাকায় গিয়ে তন্নতন্ন করে খোঁজ করছেন।
এর আগে অটোচালক মো. ফারুক নিখোঁজ হওয়ার একদিন পর স্ত্রী জেসমিন আক্তার গত ৩ এপ্রিল কাপ্তাই থানায় এসে জিডি করেন। একইদিন কাপ্তাই থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশাটি কাপ্তাইয়ের শীলছড়ি বালুরচর এলাকা থেকে উদ্ধার করে। তবে নিখোঁজ চালক ফারুকের সন্ধান এখনো মেলেনি।
এ বিষয়ে নিখোঁজের স্ত্রী জেসমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর খোঁজে কাপ্তাই উপজেলার পাহাড়, জঙ্গল, হাসপাতাল সবখানে তন্নতন্ন করে খুঁজে যাচ্ছি। স্বামী নিখোঁজের প্রায় ১০ দিন হচ্ছে কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি। স্বামীর খোঁজ না পেয়ে দিশাহারা অবস্থায় আছি।
তিনি আরও বলেন, কি করব বুঝতে পারছি না। কাপ্তাই থানা পুলিশও তাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সন্ধান মিলছে না। এর আগে কর্ণফুলী নদীতেও ডুবুরি দল স্বামীর জন্য সন্ধান করেছে তাও পাইনি। স্বামীর খোঁজ না পেয়ে পুরো পরিবার চিন্তায় রয়েছি। যে যেভাবে পরামর্শ দিচ্ছে সেভাবে স্বামীর খোঁজ করে যাচ্ছি। কিন্তু তার কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। স্বামীর খোঁজে কাপ্তাই উপজেলা প্রশাসন, পুলিশসহ সবার সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, নিখোঁজের ঘটনার পর চালক মো. ফারুকের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে তার এখনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সন্ধানে অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন