চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় উপজেলার ষাটনল ঘাটে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ এবং কালীপুর, ষাটনল, কুনু মার্কেট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন