তন্ময় উদ্দৌলা
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লাশের লম্বা মিছিলেও ‘টনক নড়ছে না’ প্রশাসনের

রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

ফরিদপুর-মাগুরা হাইওয়ে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ভাঙ্গা-খুলনা মহাসড়কগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উওরবঙ্গের আঞ্চলিক ও দক্ষিণবঙ্গের দূরপাল্লায় পরিবহন চলাচল বৃদ্ধি পেয়েছে। এসব সড়কে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের তথ্যমতে, ২০২৪ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৬ মাসে এক্সপ্রেসওয়ে এবং মহাসড়কগুলোতে সর্বমোট ১৪৭টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে নিহতের সংখ্যা ১৬৬ এবং আহত হয়েছে ২৬৮ জন।

মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ চালকই সড়কের নিয়মনীতি মানছেন না। চালকের ঘুম ঘুম ভাব, যানবাহনের অধিক গতি, নিজস্ব লেন ছেড়ে অন্য লেনে চলাচল ও মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল এবং পুলিশের নিষ্ক্রিয়তায় চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রাণহানির পাশাপাশি অনেকে মারাত্মক আহত হচ্ছেন।

ফরিদপুরে গত দুই বছরে ঈদের আগে-পরে বড় তিনটি দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনার পর জেলা প্রশাসনের উদ্যোগে গঠন করা হয় তদন্ত কমিটি। এর মধ্যে দুটি কমিটি সুপারিশসহ প্রতিবেদন দিয়েছে। কিন্তু কোনো সুপারিশ বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।

সর্বশেষ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুর্ঘটনার পরপরই চালকের নিবন্ধন ও গাড়ির ফিটনেস দেখতে দু-এক দিন মাঠে তদারকি করে জেলা প্রশাসন ও বিআরটিএ। পরে তেমন কোনো তদারকি দেখা যায়নি। যানবাহনে গতিনিয়ন্ত্রক যন্ত্র বসানোর ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. নাসির উদ্দীন জানান, সব যানবাহনে গতি কমানোর যন্ত্র স্থাপনের কোনো উদ্যোগ বিআরটিএর নেই।

গত বছরের ৭ জুন ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের গেরদায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। কিন্তু কিছুদিন পরে ঘটনা চাপা পড়ে যায়, নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

রেলওয়ে সূত্রে জানা যায়, ফরিদপুরে মোট ৯০ কিলোমিটার রেলপথ রয়েছে। প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, বেনাপোল, টুঙ্গিপাড়াসহ নিয়মিত চলাচল করছে বেশ কয়েকটি ট্রেন। এসব রেলপথের বিভিন্ন স্থানে রয়েছে ১৫টি স্টেশন। বৈধ-অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা মোট ২৭টি। এর মধ্যে মাত্র পাঁচটি রেলক্রসিংয়ে গেটম্যান থাকলেও ২২টি রেলক্রসিং অরক্ষিত। এ ছাড়া বেশ কয়েকটি রেলক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। ফলে ঘটছে দুর্ঘটনা।

২০২৪ সালের ১৬ এপ্রিল ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ ১৪ জন নিহত হন। ওই দুর্ঘটনায় করা কমিটি প্রতিবেদনে চালকের ঘুম ঘুম ভাব, যানবাহনের অধিক গতি, নিজস্ব লেন ছেড়ে অন্য লেনে চলাচল ও মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলের কারণ উল্লেখ করে। এর আগে ২০২৩ সালের ২৪ জুন ঈদুল আজহার আগে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বিভাজকে ধাক্কা দেয়। তখন আগুন ধরে গেলে চালকসহ অন্তত আটজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন এডিএম বিপুল চন্দ্র দাসকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি ২৬ জুন ছয় দফা সুপারিশসহ একটি প্রতিবেদন দেয়।

সুপারিশের মধ্যে ছিল এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়ের প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশের নজরদারি, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি না চালানো নিশ্চিত করা, যন্ত্রের মাধ্যমে গাড়ির গতি পরিমাপ, গতিসীমার ঊর্ধ্বে চলাচলকারী চালকদের শাস্তির আওতায় আনা এবং বিআরটিএর মাধ্যমে সারা দেশে সব যানবাহনে গতিনিয়ন্ত্রক যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া। এসব সুপারিশ বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।

ফরিদপুরের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা বলেন, অপ্রশস্ত সড়কের যানবাহনগুলোর চালকরা অধিক ডিউটি করায় অনেক সময় ক্লান্ত থাকেন। তারা নিজেদের অজান্তেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তাই এ বিষয়ে সচেতন হতে হবে। পরিশ্রান্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। এ ছাড়া সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সাধারণত রাস্তায় ধীরগতির গাড়িগুলোকে ওভারটেকিংয়ের প্রয়োজন পড়ে। এ সময় হর্ন বাজিয়ে সামনের গাড়িকে সংকেত দিতে হয়। কিন্তু অনেক সময় সংকেত না দিয়ে একজন আরেকজনকে ওভারটেক করার চেষ্টা করে যার ফলে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার শাহীনূর আলম কালবেলাকে বলেন, আমাদের জনবল সংকট প্রকট। অবস্থা অনেকটা “ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার”–এর মতো। সাধারণ একটি থানায় যেখানে ৭০ থেকে ৮০ জনের জনবল থাকে। সেখানে আমাদের থানায় দেওয়া হয় ২০ থেকে ২৫ জন। পাশাপাশি যানবাহনের সংকট রয়েছে। এই জনবল দিয়ে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর সুযোগ নেই। তাছাড়া এসব দুর্ঘটনা এড়াতে এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানো উচিৎ কিন্তু হাইওয়ে পুলিশের সেই সুযোগ নেই।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা কালবেলাকে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। খুঁজে বের করতে হবে এ দুর্ঘটনার মূলে কোন বিষয় কাজ করেছে। দায়ী কে তা চিহ্নিত করতে হবে। দায়ী কি বাসের চালকের অতিরিক্ত গতি, নাকি সড়কের ত্রুটি, নাকি অন্য কোনো কিছু তা চিহ্নিত করবে ওই কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিগত দিনের দুর্ঘটনা এবং তদন্ত ও উপর্যুপরি সুপারিশ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাসের মালিক ও শ্রমিকদের নিয়ে একটি সভা করা হবে। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। সম্মিলিত উদ্যোগ না নিলে সুপারিশ বাস্তবায়ন হওয়া কঠিন। পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে। তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ‘অসম্ভব শর্ত’, প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা

নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন যাত্রা নিয়ে যা বলছেন বিশ্লেষকরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার 

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক

পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

১০

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

১১

‘নতুন করে আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’

১২

অনার্স পড়ুয়া ভাগ্নের হাত ধরে মামি উধাও

১৩

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

১৪

লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন

১৫

পূর্ণিমায় মজেছেন নেটিজেনরা

১৬

বরিশাল সিটি করপোরেশনে ফল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের মামলা

১৭

২১ শতকের ‘চেঙ্গিস খান’ হতে চান ইলন মাস্ক

১৮

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

১৯

সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ 

২০
X