নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ ৩টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড-১ আদালতের বিচারক সাবরিনা চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্দুল হক বলেন, গত ৫ আগস্টের পর দায়েরকৃত লোহাগড়ায় তিন মামলার ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে তারা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ওপর দমন-পীড়ন চালিয়েছেন।
মন্তব্য করুন