ঢাকার ধামরাইয়ে মব তৈরি করে জলমহাল থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কৈলা বিল থেকে গত দুইদিনে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার মাছ লুট হয়েছে বলে অভিযোগ করেছেন মৎস ব্যবসায়ী নজরুল ইসলাম।
এ ঘটনায় ০৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।
মৎস ব্যবসায়ী নজরুল ইসলাম ও রাসেল মিয়া জানান, কৈলা বিল ইজারা নিয়ে মাছ চাষ করেন তারা। হঠাৎ রোববার ও মঙ্গলবার ধামরাই, মানিকগঞ্জ, সিঙ্গাইর থেকে আসা প্রায় ৩০০ মাছ শিকারি দলবদ্ধভাবে পলো ও লাঠিসোটা নিয়ে নেমে পড়ে। জলমহালের ইজারাদাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা মাছ শিকার করা বন্ধ করেনি। পরে ধামরাই থানায় এসে যোগাযোগ করলে পুলিশ গিয়ে ৭ জনকে আটক করে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, দলবদ্ধভাবে মাছ লুটের ঘটনায় মামলা হয়েছে। ৭ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন