বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার আওতাধীন চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিতে গুরত্বপূর্ণ দুটি পদ পেয়েছেন চাটমোহর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও একজন সৌদি আরব প্রবাসী।
শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি সোহেল রানা নোমান এবং সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম স্বাক্ষরিত কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে মো. রিপন হোসেনকে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালের ১২ জানুয়ারি জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির এক নম্বর সাংগঠনিক সম্পাদক হন রিপন হোসেন। সে সময় জোরপূর্বক এলাকার খাল বিল দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পর গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে গণঅধিকার পরিষদের নেতা হিসেবে প্রচার চালান। সর্বশেষ বাগিয়ে নেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের পদ।
অপরদিকে সৌদিআরব প্রবাসী শরিফুল ইসলাম সবুজ বিদেশে থেকেও যুব অধিকার পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন। নতুন এ কমিটিকে আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছে জেলা কমিটি।
নতুন কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক জানান, রিপন হোসেন শ্রমিকলীগ করতেন কিনা এটি তার জানা নেই। প্রায় এক মাস আগে জেলায় কমিটি জমা দেওয়ার পর গত ৫ এপ্রিল জেলা কমিটি তা অনুমোদন করে।
এ ব্যাপারে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি সোহেল রানা নোমান জানান, রিপন হোসেন জাতীয় শ্রমিকলীগ নেতা ছিলেন বিষয়টি আমার জানা নেই। কমিটি অনুমোদনের আগেই শরিফুল ইসলাম সবুজ বিদেশে চলে গেছেন এটিও জানা নেই। তবে কেউ দলের জন্য কাজ করলে বিদেশ থেকেও করা সম্ভব।
মন্তব্য করুন