হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ ছাত্রলীগের নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার (৩৮) গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের নেতৃত্বে এসআই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার শাহ ফয়সাল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় শিরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্তাধীন একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী।
ওসি কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। অভিযুক্তের বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মন্তব্য করুন