পটুয়াখালীর বাউফলের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া অসুস্থ বাবাকে রেখে প্রবেশ করেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা চলাকালীন তার অসুস্থ বাবা চলে গেছেন না ফেরার দেশে। তবে পরীক্ষার হলে বসা মেয়ে তাসফিয়া এখনো জানে না তার বাবার মৃত্যু সংবাদ।
তাসফিয়া পটুয়াখালীর বাউফলের কালিশুরী এসএ ইনস্টিটিউটের একজন এসএসসি পরীক্ষার্থী। তার বাবা মো. মাহবুবুর রহমান ওই ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেয়ে তাসফিয়ার পরীক্ষার কারণে এ বছর তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে বিরত থাকেন।
কালিশুরী এসএ ইনস্টিটিউটের বিএসসি শিক্ষক মো. শাহিন আলম জানান, মেয়ে তাসফিয়াকে নিয়ে পরীক্ষা কেন্দ্র নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পথে গাজীমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মেয়েকে নামিয়ে দিয়ে ওই একই গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখোনে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাহবুবুর রহমান এর আগে উপজেলার ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মধ্যমদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
মন্তব্য করুন